ভেজাল কথায়, ভেজাল নালিশ
কোটি টাকায় কিনছে বালিশ
ভেজাল কোথায় নেই?
এসব কথা উঠলে পরে
শরীর ভরে তীব্র জ্বরে
হারিয়ে ফেলি খেই!
ভেজাল ওষুধ ভেজাল মানুষ
ভেজাল এখন বিষে
ভালরাও তো হচ্ছে নকল
ভেজাল সঙ্গে মিশে।
ভেজাল দুধে ভেজাল ডিমে
ভেজাল এখন সবখানে
ডানে বাঁয়ে ভেজাল শুধু
মৃত্যু কখন কে জানে?
দুধের তরল হচ্ছে গরল
এন্টি বডি মিশে,
সাথে নাকি যোগ হয়েছে
ক্ষতিকর সব সীসে!
চালে ভেজাল ভেজাল ডালে
ভেজাল নাকি তেলে,
বলুন দেখি কী হবে সব
পেটের ভেতর গেলে?
আমের ভেতর ভেজাল আছে
জামেও নাকি তাই
ভাবলে এসব মাথা ঘোরে
বাঁচার কী উপায়?
ভেজাল শুধু খাবারে নয়
অখাদ্যেও তাই
কোথায় গেলে আসল জিনিষ
একটুখানি পাই?
মেজিস্ত্রেটও ভেজাল নাকি
ভেজাল নাকি ডাক্তারে
বিনা পাশের এসব মানুষ
ওরা নাকি সব পারে!
দেশ টা নাকি দাঁড়িয়ে আছে
ভেজাল নদীর তীরে,
ভেজাল খেয়ে কবে যে যায়
মূল জগতে ফিরে!!