আসুন সবে হাততালি দেই
অরণ্যে রোদন এতো বিনোদন
পপকর্ণ চিবিয়ে হারিয়েছি খেই
কাজ নেই তাই হাততালি দেই।
শেখ সাদী কয় পোশাক কিছু নয়
তবু মেয়ের চরিত্র ভালো নয়
পোশাক দেখেই যদি ধর্ষিতা হয়
ছিল ডায়াপারে বয়স যখন নয় (মাস)
আসুন সবে হাততালি দেই।
তনু নুশরাত পূর্ণিমায় মজা নেই
আমার তো কেউ নয়, আছি ভালো
রঙিন চশমায় সাদা হয় টাকার কালো।
মন্ত্রী বলে, " আমার সোনার ছেলে"
অন্যদল দেয় অপবাদ সুযোগ পেলে
বিশ্বজিৎ, রিফাত সত্য নয়, গুজব
দিনেদুপুরে সিনেমাতেই হয় এসব।
আসুন সবে হাততালি দেই।
বিনে পয়সার বায়োস্কোপে মজা নেই।
মরলে মরুক কেউ, আমি তো বাঁচি
দেখিনি কারো হাতে বটি, ছুরি, কাঁচি।
গরুছাগল চিনে বাস চালায় হেলপার
ছাত্র ছাত্রী রাস্তায় নামার কি দরকার
পড়ছে খাদে লাইন ছেড়ে রেলগাড়ী
অবসর বিনোদন, বাসে চড়া নারী।
আসুন সবে হাততালি দেই।
লোল ফেলি, মালটা হেভী সেই।
স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসাই বলো
শিশুর পেটে শিশু, নাজায়েজই হলো।
কি দরকার আইন-আদালত, থানা-পুলিশ
দেখো সবে তামাশা, খাও ফিরনি-কিশমিশ
ভেজাল খেয়ে ভেজাল দেখো ও শেখো
শূন্যে ছুঁড়ে থুতু নিজের গায়েই মাখো।
আসুন হাততালিতেই বাজুক হাত
অনিয়ম নীতিহীনতা চলুক দিনরাত
নষ্ট চোখে যতই নষ্ট, দেখুক সব কালো
মুখে তবুও বলি, "আছি খুব ভালো।"