বিজ্ঞান জাদুঘরে এখন বিজ্ঞানী শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ। হাতে কলমে বিজ্ঞান শিক্ষা এবং সবুজ চত্ত্বরে মনের আনন্দে ঘোরাফেরার অবাধ সুযোগ করে দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। গতকাল (৩১.০৮.২০১৯ইং শনিবার) এসেছিল মিরপুরস্থ সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের উচ্চ মাধ্যমিক শ্রেণির ৩০০ ছাত্র-ছাত্রী।
৫ একর এলাকা জুড়ে তাঁদের পদচারণায় মুখরিত হলো বিজ্ঞান জাদুঘর । সকাল ১০.০০ টা থেকে বেলা ১২.০০ টা পর্যন্ত ২ ঘন্টা শিক্ষা সফর শেষে শিক্ষার্থীদের সবাইকে জাদুঘর প্রাঙ্গণে সমবেত করলেন সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। তাঁদের উদ্দেশ্যে তিনি বললেন,“তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাও। রাতদিন মোবাইল বা ইন্টারনেটের আসক্তিতে ডুবে যাবে না, এতে তোমাদের মেধা বিকশিত হবে না।
চিকিৎসক, গবেষক, বিজ্ঞানী ও প্রকৌশলী হয়ে তোমাদের দেশ সেবা করতে হবে। কিন্তু এর সাথে সত্যবাদিতা ও নৈতিকতার অনুশীলন করতে হবে। নতুবা জ্ঞান-বিজ্ঞান ও মেধা বৃথা হয়ে যাবে। এ প্রসঙ্গে মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান জাদুঘরে আকর্ষণীয় পরিবেশ তৈরি করা হচ্ছে। শীঘ্রই আধুনিক মুভিবাস ও অবজারভেটরী ভ্যান চালু করা হবে। আমরা চাই শিক্ষার্থীরা পুঁথিগত জ্ঞানচর্চার বলয় থেকে মুক্ত হোক”।