সাহিত্য
|

প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২১ || ০৯:০১:০১
আমার প্রিয় বাংলাদেশ
জাকিরুল ইসলাম জাকির
সকল দেশের রাণী সেজে আছে যেই দেশ,
তা হচ্ছে আমার প্রিয় বাংলাদেশ
সবুজ শস্য সোনালী যেই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।
বিশ্বের বুকে বাংলা ভাষায় কথা বলে যেই দেশ, তা হচ্ছে আমার প্রিয় বাংলাদেশ।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের যেই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।
লাখো শহীদের প্রাণের যেই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।
৫২ সালে ভাষা আন্দোলনের যেই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।
১৯৭১ সালে ঘুরে দাঁড়াবার যেই দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।
যতদিন যাচ্ছে দিন-দিন সৌন্দর্য বৃদ্ধিই পাচ্ছে যে দেশ,
সে-তো আমার প্রিয় বাংলাদেশ।