সারা বাংলা
|

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২১ || ০৯:০৪:০১

শরীয়তপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট পারভেজ রহমান জন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
পারভেজ রহমান জন নৌকা প্রতীকে ২৩২১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের তানভীর আহম্মেদ বেলাল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৭৬ ভোট। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রার্থী লুৎফর রহমান ঢালী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৭০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী সাহিদ সরদার লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯২ ভোট।
শরীয়তপুর পৌরসভায় এবার মোট ভোটার ছিল ৩৮৭৪৭ জন। মোট ভোট দিয়েছেন ২৬০৫৯ জন ভোটার। ভোট প্রদানের হার ৬৭.৩৯%।
এবার প্রথম বারের ইভিএমে ভোট প্রদান করেছেন শরীয়তপুর পৌরসভার ভোটারগন। অবাধ নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন সাধানরণ ভোটার ও প্রার্থীরা।