ফটিকছড়ি ভুজপুর থানার দাঁতমারা ইউপির হাসনাবাদের মনুয়ারখীল এলাকায় জনৈক মনু মিয়ার ২ একর রিজার্ভ বন বিভাগের জমির উপর স্থাপিত পাকা ঘর উচ্ছেদ করেছে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্ব হাসনাবাদ রেঞ্জের হাসনাবাদ ও তারখোঁ বন বিটের একটি টিম।
মঙলবার ১৯ জানুয়ারী দুপুর ২ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভাগীয় বন কর্মকর্তা ছাড়াও হাসনাবাদ রেঞ্জ অফিসার অফিসার কুদ্দুছুর রহমান উপস্থিত ছিলেন।
হাসনাবাদ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কুদ্দুছুর রহমান বলেন, ২ একর সরকারি রিজার্ভ জমিতে নির্মাণধীন পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে৷মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সারা বাংলা
|

প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২১ || ০৮:০২:০১
