বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহনের জন্য নির্বাচিত ১৬০ জন কর্ম কর্তৃপক্ষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার বেলা বেলা ১০টায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ।বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।উপজেলা নির্বাচন অফিস আয়োজিত এ প্রশিক্ষণে ৯ জন প্রিজাইডিং অফিসারসহ ১শ’ ৬০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন। তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামি ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।