সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহন করেছেন। রবিবার (২৪ জানুয়ারি) বিকালে নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী ও নব নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরা পৌরসভা কার্যালয়ে গিয়ে উপস্থিন হন। এসময় শাহজাদপুর পৌরসভার সচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। উপস্থিত ৮টি ওয়ার্ডের কাউন্সিলরা হলো, ১ নং ওয়ার্ডের আছাব আলী, ২ নং ওয়ার্ডের তৌহিদুর রহমান এ্যাপোলো, ৩ নং ওয়ার্ডের জহরলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের নাজমুল হোসেন, ৬ নং ওয়ার্ডে আবু শামীম সূর্য, ৭ নং ওয়ার্ডে আল মাহমুদ প্রামানিক, ৮ নং ওয়ার্ডে আব্দুর রউফ, ৯ নং ওয়ার্ডে আফসার আলী শিকদার। ৩ টি সংরক্ষিত আসনের বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডে শাহানাজ পারভীন, ২ নং ওয়ার্ডে সিলভী পারভীন মিঠু, ৩ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন ছবি। এসময় আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, মোসলেম উদ্দিন, আনোয়ার খান লোদী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত লোদী প্রমূখ। উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী মনির আক্তার খান তরু লোদী বিজয়ী হন।
সারা বাংলা
|

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২১ || ১১:০৩:০১