রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারের উল্টিনগঞ্জে ৬২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সদরঘাটের পূর্ব পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, দখল রোধে শ্যামবাজারের উল্টিনগঞ্জ থেকে ফরিদাবাদ পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ৬২টি অবৈধ স্থাপনা ভাঙার পাশাপাশি দুই একর নদীর তীর ভূমি উদ্ধার করা হয়।
অভিযানে তিনটি একতলা ভবন, দুটি দোতলা ভবন, ১৭টি আধাপাকা ভবন, আটটি দোকান, চারটি বড় গুদাম ও ২৫টি টং ঘর ভাঙা হয়।