সারা বাংলা
|

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২১ || ১০:০১:০১

কয়রায় নির্বাহি আদালতের আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমি জবর দখলের অপচেষ্টায় বালু ভরাট করায় বিজ্ঞ নির্বাহি আদালত উক্ত জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। ঘটনাটি উপজেলার বাগালি ইউনিয়নের উলা মৌজায়।
জমি মালিক ভুক্তভোগী আকবর হোসেন বলেন, উলা মৌজায় এস এ খতিয়ান নং 11 দাগ নং 159,160 সাড়ে 16 শতক জমি আমমোক্তারনামা মালিক হয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় যাবত শান্তিপূর্ণ ভোগ দখলে আছি। কিন্তু প্রতিবেশী আসাদুজ্জামান গং বিভিন্ন সময়ে উক্ত জমিটি জোর জবরানে দখলের অপচেষ্টায় লিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি-ধামকি দিয়ে আসছেে। বিষয়টি নিয়ে আমি কয়রা উপজেলা নির্বাহি আদালতে গত 22 ফেব্রুয়ারি এম আর 64/ 21 নং মামলা দায়ের করি। বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে বিবাদী গন উক্ত জমিতে জোরপূর্বক বালু ভরাট সহ বিভিন্ন অবৈধ কার্যক্রম করায়, বিবাদী আসাদুজ্জামান গংদের বিপক্ষে কয়রা উপজেলা নির্বাহী আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহি অফিসার অনিমেষ বিশ্বাস গতকাল 23/2/2021 তারিখে উক্ত জমিতে অস্থায়ী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন ।