সারা বাংলা
|

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২১ || ০৫:০৩:০১

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী ভাবীর বিরুদ্ধে দেবরকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের আয়নাপুরের চরখিদির এলাকায় ২ মার্চ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অঞ্জু (৪৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার আয়নাপুরের চরখিদির গ্রামের হোসেন আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ভাবী আলেয়া বেগমকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের তাহের হোসেনের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য শহিদুর রহমান খোকা বলেন, ‘নিহত অঞ্জু ও আলেয়া বেগমের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিকালে অঞ্জু ও আলেয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলেয়া বাড়িতে থাকা দা দিয়ে অঞ্জুকে কুপিয়ে হত্যা করে বলে শুনেছি। পরে স্থানীয়রা আলেয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।’ টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী আলেয়া বেগমকে আটক করা হয়েছে। আটক আলেয়াকে জিজ্ঞাসাবাদ চলছে।