সারা বাংলা
|

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২১ || ০২:০৩:০১

ধামরাইয়ে আমতা ইউনিয়নের বড় জেঠাইল মনিদাস পূর্বপাড়ায় বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ২য় তম শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধা গােবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে।
শুক্রবার রাতে বড় জেঠাইল মনিদাস সম্প্রদায় পূর্বপাড়া কমেটির আয়োজনে শ্রী শ্রী কালীমায়ের মন্দির এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় শ্রী শ্রী কালীমায়ের মন্দির কমেটির সভাপতি শ্রী নিলামবর মাতাবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আমতা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফ হোসেন।
আরো উপস্থিত ছিলেন - আমতা ইউনিয়ন যুবলীগ নেতা আলী হোসেন,আমতা ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইমান আলী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোলাইমান হোসেন,মেম্বার প্রার্থী হামিদুর রহমান আনসারী,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা ইমরান খান ভান্ডারী,শ্রী শ্রী কালীমায়ের মন্দির কমেটির সাধারন সম্পাদক শ্রী মাখন মাতাবর,কোষাধ্যক্ষ শ্ৰী উপেন্দ্র মনি দাস প্রমুখ।