নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর লাশ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে উমার ইউনিয়নের চকশবদল গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী (৭০) ইন্তেকাল করলে ১৯ মার্চ সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, পৌর মেয়র আমিনুর রহমান, অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, মাহবুবার রহমান চৌধুরী চপল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ডেপুটি কমান্ডার অফির উদ্দিন, ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলামসহ জেলা ও ধামইরহাট থানা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।