সাহিত্য
|

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১ || ১০:০৩:০১

স্বাধীনতা মানে
নাফীসা রাহমান শামসী
স্বাধীনতা মানে অন্ন- বস্ত্র
স্বাধীনতা মানে প্রেম ,
লাল সবুজের উন্মাদ নেশা!
মা-এর কোলের বড় ভালবাসা
মুক্ত বাতাসে উড়বার আশা
স্বাধীনতা তারই নাম।
স্বাধীনতা মানে বাঁচার দাবিতে
মুক্ত স্বাধীন জন কোলাহল ,
মাথায় বুলেট, বুটের আঘাতে ,
গ্রেনেটের তেজে কত প্রাণ বলিদান !
স্বাধীনতা তারই নাম !
স্বাধীনতা মানে
লক্ষ মায়ের লজ্জা হারানো
ফেটে যাওয়া বুক , স্খলিত আঁচল
ঘর পোড়ানোর দগ্ধ !
ঘুমন্ত শিশু, বাসরের কনে ,
কিশোরী মেয়ের ওড়না ছঁড়ানো ,
অসহায় বাবা , থর থর কাঁপা ,
কিছুই ছিলোনা অল্প ।
স্বাধীনতা মানে
ভাইয়ের রক্তে ভিজানো উঠোন,
অত্যচারির ব্যভিচারে ভরা
এক বিভৎস গল্প !
স্বাধীনতা মানে
পেট পুরে খাওয়া ,
স্বাধীনতা মানে , তেল নুন পাওয়া ,
শাপলা শালুকে শুধু রং খেলা
মুটে মজুরের কাব্য।
খেটে খাওয়া শিশু
মাথায় বস্তা ,
মজুরিতে তাই বড়ই সস্তা!
দিন শেষে টাকা “মাকে”হাতে দেওয়া
নিত্য দিনের লভ্য !
স্বাধীনতা মানে
সোড়শী মনে প্রেমের কুয়াশা লগ্ন ,
স্বাধীনতা মানে ভোরের আজান !
তুলশি তলাতে প্রদীপ প্রণাম ,
একসাথে চলা, এক কথা বলা
প্রেমের বৃন্দাবন !
স্বাধীনতা মানে
বঙ্গবন্ধু , স্বাধীনতা তারই স্বপ্ন ,
স্বাধীন বংলা এনেছে যে লড়ে ,
লড়াকু লক্ষ প্রাণ,
তোমাদের আজ জানাই প্রণাম ,
এ যে তোমাদেরই দান।