শিক্ষা
|

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২১ || ০১:০০:০১

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার কর্তৃক লকডাউনের পরিপ্রেক্ষিতে আগামী এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজ বন্ধের ঘোষণা দিয়েছে বশেমুরবিপ্রবি প্রশাসন। আজ রবিবার (৪ এপ্রিল) রেজিস্ট্রর মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের তীব্রতা মার্চ মাসের শেষ সপ্তাহ হতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসের বৃদ্ধি রোধকল্পে সরকার আগামী ৫ এপ্রিল তেকে েএক সপ্তাহ সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। সরকারের লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজকর্ম ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় কার্যাবলী সম্পাদন করার লক্ষ্যে জরুরি সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীগণ (প্রকৌশল দপ্তর, মেডিকেল দপ্তর, এস্টেট শাখা, নিরাপত্তা শাখা) এ বন্ধের আওতাবহির্ভূত থাকবে। এগুলো ব্যতীত ভাইস চ্যান্সেলর মহোদয় জরুরি প্রয়োজনে যখন যাকে প্রয়োজন মনে করবেন তখন তিনি দপ্তরে আসবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সরকার এতদসংক্রান্ত বিষয়ে পুনরায় অনুরূপ কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা এ বিশবিদ্যালয়ের জন্যে কার্যকরী হবে। এ পরিপ্রেক্ষিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে অনুরোধ করা হচ্ছে।