সাহিত্য
|

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২১ || ০৭:০৫:০১

এইটুকু তার চাওয়া ছিল
নাফীসা রাহমান শামসী
বয়স তোমার কুঁড়ি ছিল
খুব বেশি হলে বাইশ !
দীঘল চুলের খোঁপায় ছিল
শাল-পলাশের ঢং !
টোল গড়ান, প্রাণ মাতানো,
হাসির সাথে ,
একটু খানি লজ্জা ছিল
ঠোঁটের কোনায়।
বস্তির ঘর , পাখীর খাঁচায়
রাত কাটানো ,
প্রতিদিনের ঠিকা কাজে
হাত চালানো ।
উঠোন পেরিয়ে একটানা দৌঁড়
পান্তার পাশে পিয়াজ লংকা !
বস্তির ঘরে লেপানো মেঝেতে
মাদুরে বসিয়ে হাত পাখা নেড়ে,
স্বামীকে খাওয়ানো ।
এক মুঠো ভাত,এক পেঁচা শাড়ী
অতি সাধারণ জীবনের গতি
এই টুকুইতো চাওয়া ছিল !
হলো না পাওয়া ।
রোজকার মার , চুলের মুঠিতে
জোর করে টানা, নয়নের নিচে
কালশিটে পরা।
সেদিনও আকাশে উঠেছিল চাঁদ
সুকতারাটির পাশে।
কথার পিঠে কথা হয়েছিল
ভালবাসাহীন কঠিন নয়নে,
হিংস্রতা ছিল ,
দুয়ারের পাশে দাঁড়ানো কুড়াল ,
তোমার জীবন হল অবসান।
মাটিতে লুটানো প্রাণহীন দেহ
রক্ত গড়িয়ে নদী হয়েছিল ,
চারিদিকে সোনসান ।
হিসাব মিলানো হলোনা তোমার
ভাতের বাসন , ডালের বাটি
স্বাক্ষী হয়ে রইলে ছড়ানো,
তাঁরাদের সাথে মিতালি পাতানো।
ঘর ঘর খেলা,পেট পুরে খাওয়া
এই টুকুইতো চাওয়ার ছিল।
হলো'না তোমার সেটুকু পাওয়া ।