সারা বাংলা
|

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২১ || ১২:০১:০১

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কলমিলতা ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতি (৮ এপ্রিল) ভোর সোয়া ৪টায় মেঘনা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ ভোলা ইলিশা ঘাটের ম্যানেজার মো. পারভেজ জানান, লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট থেকে রাত আড়াইটায় কলমিলতা ফেরিটি ভোলা ইলিশাঘাটের উদ্দেশে রওনা হয়। মতিরহাট অতিক্রম করার পরে ভোর সোয়া ৪টায় মেঘনা নদীর মাঝখানে মালবাহী ট্রাক হতে আগুনের সূত্রপাত হয়। এতে ৭-৮ টি ট্রাক পুড়ে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।