খুলনার পাইকগাছার রাড়ুলী ইউপির বিদ্রোহী প্রার্থী মজিদ গোলদারের প্রার্থিতা প্রত্যাহার

news paper

এস এম জাহাঙ্গীর আলম, খুলনা

প্রকাশিত: ১৭-৯-২০২১ বিকাল ৬:১৭

9Views

খুলনার পাইকগাছার রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিয়ে অধ্যক্ষ আবুল কালাম আদাজকে নৌকার প্রার্থী নির্বাচিত করেছে। এলাকাবাসীর অনুরোধে তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। কিন্তু দলের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে উল্লেখ করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে দলীয় প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম গোলদার, উত্তম কুমার দাস, জিএম আরিফুল ইসলাম টপি, মো. আইয়ুব আলী, খান জাহান আলী গাজী প্রমুখ। 


আরও পড়ুন