পাকিস্তানের কাছে রোহিত ভারতের ইনজামাম

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ৩:১৮

7Views

দুই দলের লড়াই যুদ্ধের চেয়ে যেন কোন অংশে কম নয়। বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান একে অন্যের মুখোমুখি হবে আগামী ২৪ অক্টোবর। এই ম্যাচের উত্তাপ টের পেতে শুরু করেছে ক্রিকেট বিশ্ব। তবে এবার দৃশ্যপট অন্যান্য বারের চেয়ে বেশ ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম আর টেলিভিশনে ম্যাচের আগে যে কথার লড়াইয়ে জড়াতেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা, এবার তেমনটি দেখা যাচ্ছে না। ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেট বোদ্ধারাই ফেভারিটের তকমা দিচ্ছেন বিরাট কোহলিদের শরীরে।

এই ম্যাচকে ঘিরে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার কিছুদিন আগে ভারতীয় স্পিনার হরভজনের সঙ্গে টুইটারে তর্ক জড়ালেও ম্যাচের সময় ঘনিয়ে আসার সঙ্গে নিজের সুর নরম করছেন। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের সঙ্গে উপস্থিত ছিলেন শোয়েব। সেখানের ভারতীয় ওপেনার রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানি গতি তারকা।

পাকিস্তানি সমর্থকদের কাছে রোহিত ভারতের ইনজামাম উল্লেখ করে শোয়েব বলেন, ‘পাকিস্তানের মানুষ ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা করে। তারা কোহলির স্তুতি করলেও রোহিতকে বেশি পছন্দ করে। পাকিস্তানের কাছে রোহিত ভারতের ইনজামাম।’

সম্প্রতিককালের পারফরম্যান্সে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে এগিয়ে মেনে নিলেও শোয়েব এটি মনে করিয়ে দিলেন, চ্যালেঞ্জের জবাব দিতে তৈরি বাবর আজমরা। শোয়েবের এ কথার জবাবে মোহাম্মদ কাইফ বললেন, ‘ভারতীয় দল তৈরি। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির দল এগিয়ে থাকবে।’


আরও পড়ুন