‘নকআউট’ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ৪:৯

5Views

জিতলেই সুপার টুয়েলভ, হারলে বিদায়। আয়ারল্যান্ড আর নামিবিয়ার সামনে সমীকরণটা এখন ‘সহজ’। এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আয়ারল্যান্ড জিতেছে টসে। নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।

বড় ম্যাচে শুরুতে ব্যাট করে প্রতিপক্ষকে রান-পাহাড়ে চাপা দেওয়ার লক্ষ্য থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রিউ বালবার্নি। তবে এমন সিদ্ধান্তে নামিবিয়াও খুব একটা অখুশি নয়। অধিনায়ক গেরহার্ড ইরাসমাস জানিয়ে দিয়েছেন, টসে জিতলে তিনিও ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতেন। তাদের এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই, তাই আয়ারল্যান্ডকে আগে ব্যাট করতে দিয়ে পিচের পরিস্থিতি পরখ করতে চাইত তার দল। 

আয়ারল্যান্ড দলে পরিবর্তন নেই। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের পরেও কোনো মুখ বদলে যায়নি আইরিশ দলে। ওদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ জয়ের পরেও নামিবিয়া দলে এসেছে একটি পরিবর্তন। স্টেফান বার্ডের বদলে দলে ঢুকেছেন পিকি ইয়া।


আরও পড়ুন