চট্টগ্রামে দেড় কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ২

news paper

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১-১২-২০২১ বিকাল ৫:১

13Views

চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় কাজী মোবারক হোসেন (৪২) ও রহমত উল্লাহ (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ। সাথে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আটক করেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে বায়েজিদ থানার মুজাফফরনগর মালাশা ভবন থেকে তাদের গ্রেফতার করেন বায়েজিদ থানার এসআই রবিউল। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কাজী মোবারক হোসেন ও রহমত উল্লাহ। ব্যবসায়ী  সোহাইল, ফারুক আজম ও মো. সেলিম থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন পরে চাঁদা না  পেয়ে মোজাফফর নগরের ইস্টার্ন মালাশার ফ্ল্যাট থেকে আসামিরা জোর পূর্বক তিনটি মিটার ও ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মালামাল নিয়ে যাওয়ার সময় একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীও উপস্থিত ছিলেন।

চাঁদাবাজি ও মালামাল লুটের ঘটনায় গত ২৯ নভেম্বর ব্যবসায়ী সোহাইল বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বায়েজিদ থানার এসআই রবিউলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেফতার করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল জানান, আসামিরা পরিকল্পিতভাবে চাঁদাবাজির করে আসছে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান।


আরও পড়ুন