দেশে সাড়ে ১৩ কোটি ছাড়াল টিকাগ্রহীতার সংখ্যা

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ১২:২৮

4Views

ওমিক্রনসহ করোনাভাইরাসের নানা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সরকার সারাদেশে সাড়ে ১৩ কোটিরও বেশি মানুষকে টিকার আওতায় এনেছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ১৩ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৮ কোটি ৩২ লাখ ৭ হাজার ৩৫১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ কোটি ৫১ লাখ ৭০ হাজার ১৫৭ জন। বুস্টার ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬ হাজার ১৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিকা পেতে দেশে এ পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৮ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৭৩ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ২৩৫ জন, পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৩৯ হাজার ৯৬৭ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করেন ৪ লাখ ৪০ হাজার ৩৭১ জন।

এদিকে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ লাখ ২৯ হাজার ৯৪ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ টিকাগ্রহীতার সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার ১০৮ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৪ হাজার ৮৪৪ জন ও নারী ৭ লাখ ২৬৪ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮০১ জন ও নারী ১ লাখ ৫৬ হাজার ১৮৫ জন।

গত বছর ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকা দেয়া হচ্ছে।


আরও পড়ুন