হাজারীবাগে কারেন্টের তার চুরির অভিযোগে এক দম্পতির উপর হামলা

news paper

নিজাম উদ্দিন

প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ১১:৯

6Views

কারেন্টের তার চুরির অভিযোগে অটোরিকশা চালক মোহন (২৬) ও তার ৪ মাসের অন্তসত্তা স্ত্রীর লাকীর (২১) উপর হামলার ঘটনা অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় হামলাকারীরা হচ্ছে  মোঃ নাসির ওরফে সেনেটারী নাসির তার সহযোগী ইমরান, চশমা কামাল, ও জীবনসহ প্রায় ৬ থেকে ৮ জনের একটি দল
১২/১/ ২০২২ রোজ বুধবার হাজারীবাগ বউ বাজার বালুর মাঠ এলাকায় ঘটনাটি ঘটেছে
এ ঘটনায় স্বামীস্ত্রী  উভয় গুরুতর অবস্থায় হাজারীবাগ থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয় নাসির ও তার সহযোগীরা আবারও হামলা চালানোর চেষ্টা করে,পরবর্তীতে ঘটনা স্থানে দ্রুত পুলিশের টিম  এসে ঘটনা স্থান থেকে তিনজন কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হচ্ছে, মোঃ নাসির (৪০) ইমরান (৩৫) ও অজ্ঞাত একজন।
মোহনের স্ত্রী লাকী বেগম বলেন,আজ সকাল অনুমানিক ১০ টায় নাসির, ইমরান, জীবন ও চশমা কামাল এসে আমার স্বামী মোহনকে ঘর থেকে টেনে নিয়ে কারেন্টের তার চুরি করেছে বলে মাইর ধইর শুরু করে, এই সময় আমি প্রতিবাদ করায় আমাকেও মেরে জামা ছিরে পেটে লাঠি মেরে মুখে ঘুশি দিয়ে আমাকে ফেলে দেয়।  এবং আমার স্বামী মোহনকে ধারালো ছুরি দিয়ে আঘাত এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অভিযোগ করেছেন মোহন এবং তার স্ত্রী 
এ বিষয় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জান বলেন,মোহন যদি কারেন্টের তার চুরি করে থাকে তাহলে নাসির পুলিশকে কেনো জানালেন না। এই এলাকাতে এরকম অনেক সমস্যা হয়। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরও পড়ুন