বকশীগঞ্জে ভোট পুনঃগণনার দাবি

news paper

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ২:২৯

2Views

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি করেছেন এক মেম্বার প্রার্থী। মেম্বার প্রার্থী জামাল মিয়া ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে বাংলাদেশ নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন। 

বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেরুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামাল মিয়া জায়গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন।

মেম্বার প্রার্থী জামাল মিয়ার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার রজব আলী ভোটের ফলাফল পরিবর্তন করে অন্য মেম্বার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। তাই মেম্বার প্রার্থী জামাল মিয়া জায়গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি করেন। 

এ ব্যাপারে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা কলেজের প্রভাষক জায়গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার রজব আলী জানান, সরকারি আইন মেনেই ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণায় কোনো ধরনের কারচুপি করা হয়নি। 


আরও পড়ুন