সাকিব থাকলে কাজ করা সহজ : সুজন

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ২:৪৪

21Views

জাতীয় দলের ব্যস্ততা আপাতত পাশে রেখে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লড়াই। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিপিএলের দল ফরচুন বরিশালের কোচের দায়িত্ব নিয়েছেন। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বরিশালের অধিনায়ক। সুজন জানালেন, যে দলে সাকিব আছেন, সে দলের হয়ে কাজ কর সহজ।

মিরপুরে প্রথম দিনের অনুশীলন শেষে সুজন বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।’

এদিন অনুশীলনে সব ক্রিকেটরকে পায়নি বরিশাল। সাকিব ছাড়াও উপস্থিত ছিলেন না বিদেশি তারকারা। তবে হাতে এখনো সময় থাকায় এসব নিয়ে ভাবছেন না সুজন। ব্রাভো, গেইল, মুজিব উর রহমানদের দলে ভিড়িয়ে শিরোপায় চোখ রাখছেন সুজন।

নিজের দল নিয়ে বলছিলেন, ‘অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলবো যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট ভালো দল।’

সঙ্গে যোগ করেন সুজন, ‘আশা করি সব ঠিক থাকলে আমাদের সামর্থ্য আছে। আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত। বাকিটা তো বোঝা যাবে মাঠে। সত্যি বলতে টি-টোয়েন্টি ফরম্যাট এমন একটা খেলা, আপনি বলতে পারবেন না কোনটা ভালো-খারাপ দল। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে। তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ্‌।’


আরও পড়ুন