লোহাগাড়ায় সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

news paper

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ৪:৪৪

6Views

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক বনায়নের ৪৬ জন উপকারভোগীর মাঝে মোট ২৬ ল‍াখ ৩৬ হাজার ৯০১ টাকা লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের আয়োজনে বন রেঞ্জ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ। 
 
এ সময় পদুয়া সহকারী বন সংরক্ষক এটিএম আজহারুল ইসলাম, পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ এমএ ওয়াহেদ, বড়দুয়ারা বন বিট কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলাম, ডলু বিট কর্মকর্তা মুহাম্মদ রাহুল মুনতাসিরসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
 
সভায় প্রধান অতিথি চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ বলেন, গাছ বেশি লাগালে শুধু দেশ নয় সারা পৃথিবী উপকৃত হবে। যত বেশি গাছ লাগাব তত বেশি দেশ ভালো থাকবে। তাই সামাজিক বনায়নে অংশগ্রহণ করে বনের সাথে এক হয়ে কাজ করতে উপস্থিত উপকারভোগীদের আহ্বান জানান। পরিবেশকে বাঁচান, মানুষকে বাঁচান। সামাজিক বনায়নের মাধ্যমে লভ্যাংশ দেয়া হয়েছে, এটা বর্তমান সরকারের অনন্য সাফল্য বলেও তিনি জানান। 

আরও পড়ুন