নাঙ্গলকোটে পঙ্গু মনোয়ারা বেগমের বসতবাড়ি হামলা

news paper

তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট

প্রকাশিত: ১৬-১-২০২২ রাত ৯:৩

16Views

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের মুরগাঁও গ্রামের মৃত ফয়েজ আহম্মেদের স্ত্রী মনোয়ারা বেগমের বাড়ি-ঘর ভাংচুর করেছে একই গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে গিয়াস উদ্দিন, মফিজ ও তাদের পরিবারের লোকজন। এসময় সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে আহতরা হলেন একই গ্রামের মিজানুর রহমান তার স্ত্রী হাজেরা বেগম ১৮ মাসের শিশু। গত ৩ , ৪ ও ১১ জানুয়ারী দফায় - দফায় এ হামলার ঘটনা ঘটে। ১১ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন। ১৬ জানুয়ারী রবিবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী। 
 
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম সোমবার তার নিজের জায়গায় একটি রান্না ঘর নির্মাণ করতে গেলে গিয়াস উদ্দিন ও মফিজ মনোয়ারা বেগমের রান্না ঘর এবং বসতঘর ভাংচুর করে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মনোয়ারা বেগমের মেয়ে হাজেরা বেগম ও তার জামাতা মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় হাজেরা বেগমের স্বর্ণের চেইন রান্না ঘরের খুটি ও টিন নিয়ে যায় মফিজুর রহমান ও জসিম উদ্দিন। গত মঙ্গলবার পুনবায় মনোয়ারা বেগমের রান্নাঘর ও রান্নাঘরের আসবাপত্র ভাংচুর করে। এনিয়ে মনোয়ারা বেগমের মেয়ে হাজেরা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে পঙ্গু মনোয়ারা বেগমের সম্পত্তি, পুকুরের মাছ মফিজুর রহমান ও গিয়াস জোর পূর্বক ভোগ দখল করে আসছে। এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হারুনুরশিদ বলেন, উভয়পক্ষ আদালতে মামলা করেছে, আদালত যে রায় দেয় তাই মেনে নিতে হবে। 

আরও পড়ুন