গোবিন্দগঞ্জে আপেল মাহমুদের রাইচ মিল থেকে জুয়ার সরঞ্জাম সহ ছয় জুয়ারু আটক

news paper

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬-১-২০২২ রাত ৯:১৪

7Views

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে  আপেল মাহমুদের ছত্র ছায়ায় চলমান জুয়ার বোর্ড থেকে ছয় জুয়ারুকে জুয়ার সরঞ্জাম ও টাকা সহ আটক করেছে থানা পুলিশ। থানার মামলা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শিহিপুর গ্রামের পানিতলা পাকারাস্তা সংলগ্ন আপেল মাহমুদের রাইচ মিলে রাত্রী আনুমানিক ১.৪৫ মিনিটি অভিযান চালায় বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এস আই সেকেন্দার আলী সহ রাত্রী টহল রত একটি টিম। এলাকাবাসী সুত্রে জানাযায় তারা দির্ঘদিন যাবত জুয়া খেলিয়া আসতেছিল। আটক কৃত জুয়ারুরা হলেন, আলমগীর হোসেন(৩৮) পিতা মৃত আঃ জব্বার গ্রাম ছতরপাড়া, এমদাদুল হক(৩২) পিতা জামাল মন্ডল, আনিছুর রহমানা(৩২) পিতা খয়বর আলী, তাজিম উদ্দিন পিতা সোহরাব আলী,রেজ্জাকুল ইসলাম(৩৫) পিতা মৃত সাখাওশাত হোসেন,সর্ব সাং শিহিপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা, হারুন মন্ডল(৩৫) পিতা নুরুল হুদা গ্রাম সাইলগুন কালাই জয়পুরহাট কে আটক করে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়। ১৮৬৭ সালের জুয়ার আইনে ৪ ধারায় মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের আই সি মিলন চ্যাটার্জী বলেন এরা বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় জুয়া খেলিয়া আসিতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন