ভেদরগঞ্জে জমিসংক্রান্ত জেরে একজন কে পিটিয়ে হত্যা

news paper

শাহাদাত হোসেন খান

প্রকাশিত: ১৬-১-২০২২ রাত ৯:১৫

2Views

শরীয়তপুরের সখিপুর রানা হোসেন মিন্টু মাঝী (৩৬) নামে এক যুবকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার সকাল ৮ টার  দিকে ভেদরগঞ্জ  উপজেলার সখিপুর (ডিএমখালি)  ইউনিয়নের  ২নং ওয়ার্ডের  হাওলার কান্দি  গ্রামে এ ঘটনা ঘটে।
 
বোন তাসলিমা বেগম জানায়, মৃত আমান উল্লাহ মাঝীর ছেলে  রানা হোসেন মিন্টু মাঝীর সঙ্গে একই গ্রামের সুমন হাওলাদারের  সঙ্গে বাড়ি-ভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ ১৬ জানুয়ারি সকালে  বিরোধপূর্ণ সেই জমির পাশে বেড়া দেয় মিন্টু মাঝী। এতে মৃত আলী মিয়া হাওলাদারের ছেলে সুমন হাওলাদার বাধা দিতে গিয়ে মিন্টু মাঝী কে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। পরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এদিকে, মিন্টু মাঝীর  মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে  এলাকাবাসী অভিযুক্ত সুমন হাওলাদার কে আটক করার চেষ্টা করে কিন্তু ঘাতক সুমন হাওলাদার পালিয়ে যায়। 
 
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আসাদুজ্জামান (আসাদ) হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ৩ জন আসামি কে গ্রেফতার জরা হয়েছে। একটি হত্যা মামলার প্রস্ততি চলছে। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন