রাউজানে সিসিটিভি ফুটেজে দেখে চোরকে আটক

news paper

আমির হামজা, রাউজান

প্রকাশিত: ১৬-১-২০২২ রাত ৯:১৯

8Views

চট্টগ্রামের রাউজান জলির নগর বাস ষ্টেশন এলাকায় শাহ নাতোয়ান থাই অ্যলুমেলিয়মে চুরির ঘটনায় এক চোরকে আটক করেছে পুলিশ। (১৬ জানুয়ারি) এ চোরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, শাহ নাতোয়ান থাই অ্যলুমেলিয়মের মালিক নাছির উদ্দিন ১১ জানুয়ারী রাউজান থানায় চুরির অভিযোগ দিলে পুলিশ সিসিটিভি ক্যামরার ফুটেজের ভিডিও দেখে চোর মোহাম্মদ আরমান (২৫) কে আটক করে। আটক চোর আরমান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাশিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার নুরুল ইসলাম বাড়ীর নুরুল ইসলাম পুত্র। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুলাহ আল হারুন জানিয়েছেন, জলিল নগর এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হলে জলিল নগর এলাকাটি পুলিশ নজরদারী বাাড়ানো হয়। তারই অংশ হিসাবে ভিডিও ফুটেজ দেখে চোরের সংঘবন্ধ দলের এক চোরকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, বিভিন্ন উপজেলার থেকে এসে চোরের দল রাউজানে অপরাধ গুলো করে চলেছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, আটক চোরের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি চুরির মামলা ও পটিয়া থানায় একটি মাদক আইনে তার বিরুদ্ধে
মামলা রয়েছে বলে তিনি জানান।


আরও পড়ুন