চেয়ে দেখি  

news paper

সুবীর, লরেন্স

প্রকাশিত: ২৬-১-২০২২ দুপুর ৪:৫৫

8Views

চেয়ে দেখি  
 
দুঃসময়ের দায় - 
মৃত্যু-মিছিলের গোঙানি, হাহাকার ।
সরবে নীরবে বিচ্ছিন্নতার দিন
তবুও 
মানুষের পাশে মানুষ।
পাথরে পাথর ঘসে দপদপে জ্বলন
অন্ধকার তাড়ায় । 
 
বিশ্বাসে অথবা আবিষ্কারে 
সূর্যের ভোর দেখবে বলে
অন্ধ গুহায় দরজা খোঁজা। 
 
প্রার্থনা জপমালা গোনে
কখনো বা জপমালা প্রার্থনায়। 
 
স্রষ্টার মমতা আলোয় 
আবিষ্কার 
নিরাময় বইবে বাতাসে
আর অপেক্ষারা  তাকিয়ে
চেয়ে  
জ্যোতির আশায়
আমাদের চারপাশে।

আরও পড়ুন