আমি কি ভুলিতে পারি

news paper

মশিউর আনন্দ

প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১:৩৬

17Views

আমি কি ভুলিতে পারি
 ফারজানা আহ্সান জয়া

আজ ৮ই ফাল্গুন ভাষা শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি! 
ভাই হারা বোনের, সন্তান হারা মা বাবার অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারী 
আমি কি ভুলিতে পারি?

প্রতি বছর ৮ই ফাল্গুন আসে 
ভাই হারা বোন, সন্তান হারা পিতা মাতা অশ্রু জলে তাদের কে স্মরণ করে।  
প্রথম প্রহরে শহীদ মিনার ফুলে ফুলে ভরা চলে প্রভাত ফেরি

ছেলে হারা মাতা ছেলে হারা পিতা শোকের চাদরে মোড়া ৫২রই কথা।
যে দিন বুকের পাঁজর ছিন্ন করে,
মুখের ভাষা ভিন্ন করতে বুলেটের ঐ শব্দ করতে এল জব্দ, আশা হলনা পূর্ণ আশার আকাশ মেঘ শূন্য। অগ্নি ঝরা রাত, রক্ত ঝরা প্রভাত, ভাই হারানো বোনের সেকি আর্তনাদ!
ছেলে হারা মাতা ছেলে হারা পিতা আরও কত বোনের ভাই হারানোর কথা
শোকের চাদরে মোড়া ৫২রই ব্যাথা!
সালাম,বরকত,রফিক,সফিউর আর জব্বারের গড়া এ ফেব্রুয়ারি 
 ভাষার যুদ্ধ থামিয়ে দিয়ে ইতিহাস গেছে গড়ি, 
তাই শহীদ মিনার ফুলে ফুলে ভরা চলছে প্রভাত ফেরি।
মুখে মুখে মুখরিত প্রভাত ফেরি
আমার ভাইয়ের রক্তে রাঙানো
২১শে ফেব্রুয়ারি 
আমি কী ভুলিতে পারি??


আরও পড়ুন