আবারও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া

news paper

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ৪:২৫

5Views

২০১৩ সাল থেকে কলকাতার সিনেমায় কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সেখানে তার প্রথম সিনেমা অরিন্দম শীল পরিচালিত ‘আবর্ত’। এরপর থেকেই বাংলার জয়ার জয়জয়কার কলকাতায়। সেখানে তিনি জনপ্রিয়তা যেমন পেয়েছেন, অর্জন করেছেন বহু পুরস্কারও।

প্রতিবেশী দেশে জয়ার প্রাপ্তির ঝুলিতে যুক্ত হলো আরও একটি পুরস্কার। এবার তিনি পেলেন জনপ্রিয় সাময়িকী ‘আনন্দলোক পুরস্কার- ২০২২’ এ সেরা অভিনেত্রী সম্মাননা। দুই মাস আগে ‘বিনি সুতোয়’ সিনেমার জন্য জিও ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনয়শিল্পীর সম্মাননা পান তিনি। সেই সিনেমার জন্যই এবার পেলেন এই পুরস্কার।

বুধবার (১৮ মে) কলকাতার একটি পাঁচতারা হোটেলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, গার্গী রায় চৌধুরী, মধুমিতা সরকারের মতো অভিনেত্রীদের পেছনে ফেলে এ পুরস্কার অর্জন করেন জয়া।

বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুক পেজে জয়া লেখেন, ‘বিনিসুতোয় সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর আনন্দলোক পুরস্কার হাতে এল। দীর্ঘ ১০ বছর পর আবারো টলিপাড়ার আনন্দ লোকে পুরস্কারের পসরা সাজালো আনন্দলোক। এই পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল আমার কাছে। ’

তিনি আরও যোগ করেন, ‘অতনু ঘোষের সিনেমা বিনি সুতোয় আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছে মতোন বাঁচার সমীকরণ জানিয়ে যায় অচিরেই। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন। ধন্যবাদ বড় ছোট কথা অতনু দা, এমনি করেই বারবার আলো করে রেখো আমাদের।’

আনন্দলোক কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী, ‘আনন্দলোক, আপনাদের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা যে শ্রাবণীর ইচ্ছে মতো বাঁচার কাহিনী ঘিরেই আমায় সেরা অভিনেত্রী নির্বাচন করলেন আপনারা। সামনের যাত্রাপথ স্বপ্নময় হোক। সঙ্গে থেকে যাক মায়ার বাঁধন বিনি সুতোয়…’


আরও পড়ুন