ইভিএম যাচাইয়ে ইসির আমন্ত্রণে বিএনপির ‘না’

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯-৬-২০২২ সকাল ৮:৪২

5Views

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) তিন দিনব্যাপী সংলাপ আজ রোববার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে বিএনপিসহ ৩৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে এ সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা এ সংলাপে যাচ্ছি না। শুধু এই আমন্ত্রণ নয়, এ সংক্রান্ত কোনো আমন্ত্রণ নিয়েই বিএনপির কোনো আগ্রহ নেই। বিএনপির মূল লক্ষ্য এই সরকার হটিয়ে জনগণকে মুক্ত করা।

তিনি বলেন, এসব লোক দেখানো সংলাপ করে চোখে ঠুলি পরানোর আমন্ত্রণে বিএনপি সাড়া দেবে না।

দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি এই সংলাপে যাচ্ছে না। আমরা বলতে চাই, এ সরকারের অধীনে নির্বাচন সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান, এমনকি কোনো ব্যক্তির সঙ্গেও কোনো প্রকার বৈঠক বা আলাপচারিতায় বিএনপি অংশ নেবে না। বিএনপি ইসি নিয়ে ভাবছেই না।


আরও পড়ুন