ঢাবির ‘খ’ ইউনিটে তৃতীয় হয়েছেন মাদারীপুর সরকারি কলেজের কেয়া

news paper

রোমান বেপারী, কালকিনি

প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ৩:৩৬

15Views

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন সাবরিন আক্তার কেয়া। সোমবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল ঘোষণা করেন।
 
জানা গেছে, সাবরিন আক্তার কেয়া মাদারীপুর সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৯৬ দশমিক ২৫ পেয়ে তৃতীয় হয়েছন। প্রকাশিত ফলে পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। পাস করেছেন মাত্র ৫ হাজার ৬২২ জন।
 
মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়া বলেন, আমরা গর্বিত যে আমাদের মাদারীপুর সরকারি কলেজের ছাত্রী কেয়া ঢাবি ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছে। সব সময় আমি তার সফলতা কামনা করি।
 
সাবরিন আক্তার কেয়া বলেন, আমার এই সাফল্যর জন্য প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই।। এই সাফল্যর পেছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা-মার। সেই সঙ্গে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের মাদারীপুর সরকারি কলেজের শিক্ষকদের।
 
উল্লেখ্য, ঢাবির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৬ হাজার ৯৭২ জন প্রার্থী। এই ইউনিটে মোট আসন ১ হাজার ৭৮৮টি।

আরও পড়ুন