ছুটিতে ইবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

news paper

মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি

প্রকাশিত: ২-৭-২০২২ বিকাল ৫:৯

11Views

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, হল বন্ধ রেখে আজ ২ জুলাই থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে। এই বন্ধে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত না হয় এবং বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।


আরও পড়ুন