পাইকগাছার কপিলমুনিতে জমির বিরোধে নিহত ১

news paper

শেখ সেকেন্দার আলী, পাইকগাছা

প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ৩:৫৬

12Views

খুলনার কপিলমুনিতে জমির বিরোধে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কপিলমুনির রেজাকপুরে। নিহতের নাম আনছার সরদার (৬০)।

এ বিষয়ে নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, প্রতিবেশী কাওছার সরদারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার (২ জুলাই) আমার পিতা (আনছার সরদার) ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী কাওছার সরদারের ছেলে সিদ্দিক, আলতাফ ও রাজু সরদার এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকাবস্থায় তিন দিন পর সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে জানতে চাইলে বুধবার সকালে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন