ভালোবাসি বৃষ্টি 

news paper

ফৌজিয়া আবিদা প্রীতি

প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ২:৪২

46Views

ভালোবাসি বৃষ্টি 
    ফৌজিয়া আবিদা  প্রীতি

ভালোবাসি বৃষ্টি,
  অঝোর ধারায় ঝরা সৃষ্টি। 
ভালোবাসি প্রকৃতি,
  প্রকৃতির আদরে মাখা দৃষ্টি। 

ভালোবাসি বৃষ্টি, নাকি প্রকৃতি?
     প্রকৃতিকে ভালোবাসি 
আহা!আমি যে বৃষ্টিকে ভালোবাসি। 

মীমাংসার জন্য তাকিয়ে ঐ আকাশে 
    নোনাজল হয় মিষ্টি, আহা! বৃষ্টি 
 ভাবি নিরবে বৃষ্টি।

বৃষ্টি জলপাই রঙের গাছ,ঢাল,পাতা
   ছুঁয়ে মাখামাখি যেন স্নিগ্ধ দেহ।

আকাশ ঢাকা ঘন মেঘ দেখে মনে হয়
আহা! বৃষ্টি ও বাতাসে দোলায় আঁচল।
চমক দেওয়া তারা দেখে মনে হয়,
চিকচিক করা সেই আঁচলের চুমকি। 
   উঁকি  দেওয়া চাঁদটা যেন, প্রকৃতির  কপালে ধরা দেয় বৃষ্টির সৌন্দর্য হয়ে। 

মুগ্ধচিত্ত আমি,বৃষ্টি যেন আরও বিমুগ্ধ করে হৃদয়ে হাসির খেলায়। 
সারাটা সময়  বৃষ্টি,আর বৃষ্টি বৃষ্টি 
খেলায় দোলায় মন। 
ভালোবাসি বৃষ্টি, 
আহা!  আমি যে বৃষ্টিকে ভালোবাসি।


আরও পড়ুন