সজারু সূর্য-সকালের শান্তনা

news paper

মশিউর আনন্দ

প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:৪৩

14Views

সজারু সূর্য-সকালের শান্তনা
 ফারুক সৈয়দ
 
সজারুর কোন ঘুম নেই রাতের আঁধারে,
এখন সূর্য-সকালে বাসের চাপায় পিষে
আছে শাশ্বত শান্তনা নিয়ে।
 
ভূ-ভূ ঘোরে গরমের মাছি সব, যেন
পাওনা আদায়ের দাবিদার হয়ে।
পথযাত্রী ঘুম চোখে তাকায়না মোটেও।
রিক্সাওয়ালা প্রথম খ্যাপের ধাওয়ানো তাগিদে
ডাকে সরব সোচ্চারে। হকাররা এড়িয়ে চলে,
মুখের গান থেমেও থামে না। রাত-রঙ্গীনি
থুথু ফেলে তাকায় সড়কের ওপারে,
অঙ্গে তাঁর এখনও ফোঁকা গন্ধ। মুখরা পূতি
ক্ষীয়মাণ যৌবনের ঘ্রাণ নিয়ে ব্যাস্ত ছিল
যে সব বেশ্যাদারী , সবাই ফিরে বস্তীতে।
 
ঘেঁচুহীন কচুবনের পেছনে থেমে গেছে  
খেঁকশিয়ালের  নিমকহারামি গান অনেক আগেই।
ঘেও ঘেও কুকুরের দল কাওয়াজের পাল্লার পর
ক্লান্ত যেন শীতলপাটায় মাথা  গোঁজে।
 
বদভ্যাসের নূতন আলোয় ভেসে আসা
বাচাল চালুকী চায়ের স্টলের কাপ-পিরিচের
পুরোনো গল্প শুরু হবে কিছু পরেই।
সাইকেলের রিং টিং ঘন্টা
না শোনার ভান করে রক্তাত্ত ঘুমে
খোলা-চোখ স্বপ্নের টানেই শুয়ে আছে সজারু।
 
স্বপ্নেরও কোন ঘুম নেই -
অপেক্ষায় থাকে শুধু , তোমার আমার ঘুমের
আশায়, দেখা দেয় তারপর মধু হাওয়া টেনে
নীল প্রজাপতির মত মনের সবুজে।
 
আমার মনেরও কোন ঘুম নেই, ভেবে মরি
কি ভুলে তোমায় ছেড়েছি যেন
সজারু সুর্য-সকালের শান্তনা নিতে।

আরও পড়ুন