বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে জবি কর্তৃপক্ষের নানা উদ্যোগ

news paper

ইউছুব ওসমান, জবি

প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:৩০

22Views

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মনিটরিং কমিটি গঠন, সপ্তাহে একদিন অনলাইন ক্লাস নেওয়া এবং পরিবহনগুলো যাত্রা শুরুর স্থানে রাখাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হতে জারিকৃত পরিপত্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জুলাইয়ের স্মারক পত্রের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব সিদ্ধান্ত নিয়েছে।
 
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এসব বিষয় জানানো হয়।
 
পরিপত্রে বলা হয়েছে, আগামী ৯ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইনে ক্লাস হবে। এদিন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের পরিবহন সুবিধা বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিদ্যুৎ ব্যবহার সঠিক হচ্ছে কি না তা তদারকি করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং দপ্তর প্রধানগণের নেতৃত্বে মনিটরিং কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং দপ্তর প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
 
এছাড়াও ২০২২-২৩ অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় স্থগিত বা হ্রাসকরণের সিদ্ধান্ত ও নেয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহনসমূহ যে স্থান থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আনার জন্য যাত্রা শুরু করবে সে স্থানে গাড়ী রাখার ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন ব্যয় বরাদ্দকৃত অর্থের এবং প্রশিক্ষণ ও টিএডিএ এর ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা হবে।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের নবীনবরণ ও অন্যান্য অনুষ্ঠান কেন্দ্ৰীয় অডিটোরিয়ামে না করে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে বিভাগে করবে। তবে শুধুমাত্র অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় সীমিত এসি চালিয়ে (২৬ ডিগ্রী সে. এর নীচে নয়) অডিটোরিয়াম ব্যবহার করা যাবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেট ও নিজস্ব তহবিলের আওতায় সকল ধরণের প্রকল্পের কমিটির সভায় সম্মানী বাবদ কোনো অর্থ ব্যয় করা যাবে না।

আরও পড়ুন