আবারও প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন ট্রাম্প

news paper

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৭-৮-২০২২ বিকাল ৫:১৩

5Views

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী নির্বাচনে আবারও প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। টেক্সাসের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ফক্স নিউজের প্রশ্নের জবাবে ট্রাম্প বরাবরের মতোই বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, "এটা নিশ্চিতভাবেই দীর্ঘ সময় নয়, সময় খুব দ্রুত আসছে। আমি মনে করি মানুষ খুব খুশি হবে। কারণ আমাদের দেশ কখনই এই অবস্থানে ছিল না। আমারা সব কিছু হারিয়েছি।"

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ক্ষেত্রে সংকটে রয়েছে। আফগানিস্তান থেকে বাইডেন যেভাবে সৈন্য প্রত্যাহার করেছে তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

ট্রাম্প বলেন, আমাদের দেশ কখনোই এত খারাপ অবস্থানে ছিল না। আর্থিক ক্ষতি ও সেনাদের নিহত হওয়ার পাশাপাশি আমেরিকানরা এখন জিম্মি। এরকম সময় আগে কখনো ছিল না। প্রেসিডেন্ট প্রার্থীর বিষয়ে শিগগির আনুষ্ঠানিক ঘোষাণা আসবে বলেও উল্লেখ করেন তিনি।


আরও পড়ুন