গণস্বাস্থ‍্য প্রশিক্ষণ বিভাগের আয়োজনে দৌলতদিয়ায় বাৎসরিক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

news paper

সোহাগ মিয়া, গোয়ালন্দ

প্রকাশিত: ৭-৮-২০২২ বিকাল ৬:১

18Views

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের ব‍্যবস্থাপনায় চির সাপোর্ট কমিটি ফ্রান্সের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গণস্বাস্থ‍্য প্রশিক্ষণ বিভাগ, সাভার এর আয়োজনে সেক্সুয়াল হেল্থ এইচআইভি এন্ড টেষ্টিং প্রিভেনশন টেষ্টিং এন্ড কেয়ার ইন টু মেজর সেক্স ওয়ার্ক এরিয়াস অফ বাংলাদেশ: দৌলতদিয়া এন্ড ফরিদপুর (দাউফরসিডা) প্রকল্পের আওতায় দৌলতদিয়া যৌনপল্লীসহ আশেপাশের এলাকার মানুষের স্বাস্থ‍্যসেবা নিশ্চিত করণে বছরের বিভিন্ন সময়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রদানকৃত প্রশিক্ষণের উপর রিফ্রসার অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট রবিবার বেলা ১২ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত এ রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ‍্য কেন্দ্রের গ্রামীণ স্বাস্থ‍্য বিভাগের পরিচালক ডাঃ হালিমুর রেজা মিলন, সহকারি পরিচালক ডাঃ মাহজাবিন চৌধুরী, মানব সম্পদ বিভাগের পরিচালক আকলিমা খাতুন, দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের ব‍্যবস্থাপক মো. জুলফিকার আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, মো. শরীফ হোসাইন প্রমুখ।

আরও পড়ুন