হোমনা পৌরসভার উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত 

news paper

তপন সরকার, হোমনা

প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ১:৭

9Views

কুমিল্লার হোমনা পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে হোমনা পৌরসভার আয়োজনে পৌর সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, সহকারী প্রকৌশলী মো.ফেরদৌস, ওয়াস কনসালটেন্ট মো. কায়েদ-ই আজম, কাউন্সিলর বিল্লাল হোসেন সহ পৌর কর্মকর্তা ও কাউন্সিলরগণ এই সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন আদর্শ নারী। বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকান্ডেও শেখ ফজিলাতুন্নেছার অনেক অবদান ছিল। এবং তিনি রাজনীতি এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। এই মহিয়সী নারীর আদর্শকে সবাই মেনে চলতে হবে।


আরও পড়ুন