ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ৪:৫১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৩১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৩১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৯০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।  

এবছর ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১২ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট নয় হাজার ৭১১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৭২৭ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ১০ হাজার ৮৩৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট আট হাজার ৫০০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট দুই হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৬ জন মারা গিয়েছেন।  

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১০৫ জনের। 

প্রীতি / প্রীতি

জাপানে রোবট কাপড় বানালে দেশের গার্মেন্টস ঝুঁকিতে পড়বে: পলক

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র ঢাকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মেজবাহ আবু মাসরুরসহ ৬ সদস্য গ্রেফতার

জরিমানার মাধ্যমে কারো ব্যবসা ক্ষতিগ্রস্থ করা আমাদের উদ্দেশ্য না: বিএফএসএ চেয়ারম্যান

বৃহস্পতিবার থেকে ৩ দিনের ছুটিতে দেশ

শপথ নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

ভিসা নীতি নিয়ে পুলিশ ভাবমূর্তি সংকটে পড়বে না: আইজিপি

ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ ভুবন চন্দ্র শীল মারা গেছেন

বাংলা‌দেশ নি‌য়ে অপপ্রচার রুখে দিতে প্রবাসী‌দের প্রতি আহ্বান

খালেদাকে বিদেশ নিতে আইনগত জটিলতা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে চুরি হওয়া ৫ কোটি টাকার মোবাইল ঢুকেছে বাংলাদেশে

ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী