হারে ‘বাংলা ওয়াশ’ সিরিজ শুরু টাইগারদের

news paper

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ১:৪০

6Views

পাকিস্তানের কাছে পরাজয় দিয়ে ‘বাংলা ওয়াশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ’ শুরু করেছে টাইগাররা। শুক্রবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ হেরেছে ২১ রানে। পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে দলীয় ৩৭ রানের মধ্যেই দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ (১০) ও সাব্বির রহমানকে (১৪) হারায় বাংলাদেশ। এরপর ৫০ রানের জুটি গড়েন লিটন দাস ও আফিফ হোসেন। লিটন খেলেছেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস। লিটনের বিদায়ের পর ‘গোল্ডেন ডাক’ মারেন মোসাদ্দেক হোসেন। দলীয় রান ১০০ হওয়ার আগে সাজঘরে ফিরেন আফিফ হোসেনও। ২৩ বলে ২৫ রান করেন তিনি।

সাকিব আল হাসানের অবর্তমানে অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহানও সুবিধা করতে পারেননি, ফিরেছেন ৮ রান করেই। শেষ দিকে ইয়াসির আলী রাব্বির ২১ বলে অপরাজিত ৪২ রানের কল্যাণে ১৪৬ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২৪ রানে তিন উইকেট শিকার করেছেন। দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ নওয়াজ। এছাড়া শাহনেওয়াজ দাহানি, হারিস রউফ ও শাদাব খান একটি করে উইকেট নেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫০ বলে  অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন।  তিনে নামা শান মাসুদ করেন ২২ বলে ৩১। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ২২ রান। তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য মুস্তাফিজুর রহমান। ম্যাচসেরা হয়েছেন রিজওয়ান।


আরও পড়ুন