আজকের নামাজের সময়

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১২:৫

17Views

নামাজ বা সালাত ইসলামের পাঁচটি রোকনের মধ্যে দ্বিতীয় রোকন ৷ নামাজ প্রতিটি প্রাপ্তবয়স্ক ও বুদ্ধি-জ্ঞানসম্পন্ন, নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মুসলিমের জন্য ফরজ বা অবশ্যকরণীয়।

আজ (মঙ্গলবার) ১৮ অক্টোবর ২০২২ ইংরেজি, ০২ কার্তিক ১৪২৯ বাংলা, ২১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার পাঁচ ওয়াক্ত নামাজের সময়সমূহ জেনে নিন :

জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে ১১:৪৭ মিনিটে।

আসরের নামাজ ওয়াক্ত শুরু হবে ৩:৫৩ মিনিটে।

মাগরিবের নামাজ ওয়াক্ত শুরু হবে ৫:৩৩ মিনিটে।

এশার নামাজ ওয়াক্ত শুরু হবে ৬:৪৭ মিনিটে।

ফজরের নামাজ ওয়াক্ত শুরু হবে (১৯ অক্টোবর) ৪:৪৪ মিনিটে।

সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় :

ঢাকায় আজকের সূর্যাস্ত হবে ৫:৩০ মিনিটে।

আগামীকালের (১৯ অক্টোবর) সূর্যোদয় হবে ৫:৫৭ মিনিটে।

বিভাগীয় শহরের সঙ্গে সময় যোগ-বিয়োগ করতে হবে,

বিয়োগ করতে হবে :

চট্টগ্রামের সঙ্গে বিয়োগ করতে হবে ০৫ মিনিট।

সিলেটের সঙ্গে বিয়োগ করতে হবে ০৬ মিনিট।

যোগ করতে হবে :

খুলনার সঙ্গে যোগ করতে হবে ০৩ মিনিট।

রাজশাহীর সঙ্গে যোগ করতে হবে ০৭ মিনিট।

রংপুরের সঙ্গে যোগ করতে হবে ০৮ মিনিট।

বরিশালের সঙ্গে যোগ করতে হবে ০১ মিনিট।


আরও পড়ুন