দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১১:৩১

6Views

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. আফসার আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইন সংলগ্ন বোসাবেলোয় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাকে গুলি করে।  

নিহত মো. আফসার আহমেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকার মৌলভী বাড়ির জয়নাল আবেদিনের ছেলে।

জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আফসার আহমেদ। তিনি দক্ষিণ আফ্রিকায় বিয়েও করেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। এ বছরের শেষের দিকে পরিবারসহ আফসারের বাংলাদেশে আসার কথা ছিল।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন জানান, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী আফসারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এক পর্যায়ে তারা আফসারকে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চরপার্বতী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহের হোসেন বাদল জানান, ২-৩ মাস পরে আফসারের বাড়িতে আসার কথা ছিল। সে শপিংসহ নানা কাজ সেরে রেখেছে। কিন্তু সন্ত্রাসীরা এভাবে একটা তাজা প্রাণ হত্যা করেছে। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে আজ আফসার আহমেদ লাশ হয়েছে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন