‘ইবি প্রতিষ্ঠার ৪৪ বছরের অগ্রগতি’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠিত

news paper

মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি

প্রকাশিত: ২২-১১-২০২২ রাত ৯:২

7Views

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "ইবি প্রতিষ্ঠার ৪৪ বছরের অগ্রগতি’' শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার সভা-কক্ষে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল অফিস প্রধানদের এই সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস এর আয়োজন করে।

দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি হিসাবে মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। সভাপতিত্ব করেন ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমানের সঞ্চালনায় মিট দ্য প্রেসে প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রেস প্রশাসক ড. মোঃ সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)  মোঃ আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোঃ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্তাব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান বিভিন্ন সমস্যাগুলো নিয়ে সাংবাদিকদের উত্থাপিত  বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


আরও পড়ুন