পাংশায় নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা
প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ৪:৪৬
রাজবাড়ী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ এবং সদস্য গবিন্দ কুন্ড ও মোঃ আব্দুল বারেক কে সংবর্ধনা জানানো হয়েছে। জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি (তিন উপজেলা) উপজেলার মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে সংবর্ধনা জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১ টায় জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তারা। রাজবাড়ী জেলার নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হোগলাডাঙ্গী এম.আই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন। অনুষ্ঠান পরিচালনা করেন, শাহজুঁই মাদ্রাসার অপাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান।