মালয়েশিয়ায় নতুন বছরের সাঁড়াশি অভিযানে আটক ১ হাজার ৫১জন

news paper

সকালের সময় ডেস্ক

প্রকাশিত: ৭-১-২০২৩ দুপুর ১:৩৫

5Views

নতুন বছরের সাঁড়াশি অভিযানের মুখোমুখি হল মালয়েশিয়ায় বসবাসরত বিদেশীরা। আর সেই অভিযানে আটক করা হয়েছে ১ হাজার ৫১ জনকে। আটককৃতদের মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে আটক করা হয়েছে ৫ শত ৪৪ জনকে। যার মধ্যে রয়েছে বাংলাদেশি, পাকিস্তান,নেপাল, ইন্দোনেশিয়া, মায়ানমার ও ইন্ডিয়ার নাগরিক। 

তবে কোন দেশের কত জন নাগরিক তার বিস্তারিত বলেনি দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ সাংবাদিকদের জানান, শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের জালাল ইম্বির একটি বিদেশী অভিবাসী শ্রমিকদের বসবাসরত ফ্লাটে মধ্যে রাতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। 

এসময়  বসবাসরত ১ হাজার ৫১ জন বিদেশী অভিবাসীর বৈধতার কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৫ শত ৪৪ জনকে আটক করে বুকিত জলিল ক্যাম্পে পাঠানো হয়। আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন আইনের ১৯৫৯/৫৯ ও ১৯৬৩ অভিযোগ আনা হয়েছে।


আরও পড়ুন